শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সুন্দরবন থেকে এক জেলেকে অপহরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহীনে দাড়গাং খালে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে নবাব গাজী (৫০) নামে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু খান বাহিনীর সদস্যরা। মঙ্গলবার ভোরের দিকে মাছ ধরার সময় অস্ত্রের মুখে নবাবসহ অপর দুই সহযোগীকে জিম্মি করে। নবাব মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত নওশাদ গাজীর ছেলে। এ সময় নবাবকে জিম্মি করে অপর দুই সহযোগী মহসিন ও আইয়ুবকে ছেড়ে দেয় বনদস্যু বাহিনী।

ফিরে আসা জেলে মহসিন জানান, গত ৫ নভেম্বর কদমতলা বন অফিস হইতে অনুমতিপত্র সংগ্রহ করে সুন্দরবনে দাড়গাং খালে মাছ ধরার সময় ১ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে নবাবকে জিম্মি করে খান বাহিনী।

কৈখালী বন স্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি ভারতীয় বনদস্যু বাহিনী বাংলাদেশ সীমানায় ঢুকে জেলেদের জিম্মি করে ভারতীয় সীমান্তে নিয়ে মুক্তিপণ আদায় করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English