সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সূচকের বড় উত্থান দুই শেয়ারবাজারে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

সূচকের উত্থান অব্যাহত আছে দেশের দুই শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫০ পয়েন্ট, অবস্থান করছে ৪ হাজার ৮৯৬ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৫৭ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকার। যা গত কার্যদিবসের চেয়ে ১৭৮ কোটি টাকা কম। গত কার্যদিবসে মোট লেনদেন হয় ৯৬৩ কোটি ৩৫ লাখ টাকার। আজ হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ৮১টির, অপরিবর্তিত আছে ৭৪টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—বেক্সিমকোফার্মা, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, বেক্সিমকো, গ্রামীণ ওয়ান স্কিম টু, এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এডিএন টেলিকম লিমিটেড, পিপলস ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, বিডিকম, ঢাকা ইনস্যুরেন্স, অ্যাসোসিয়েটস অক্সিজেন লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ইনস্যুরেন্স, এডিএন টেলিকম লিমিটেড, গ্রামীণ ওয়ান স্কিম টু ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

অন্যদিকে সিএসইতে হাত বদল হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। আজ সিএসইতে মোট ২৫ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English