শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সেতু ভেঙে নদীতে বালুবোঝাই ট্রাক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

কুমিল্লার বুড়িচং উপজেলায় সেতু ভেঙে নদীতে পড়ে গেছে বালুবোঝাই ট্রাক। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার পূর্ণমতী বাগানবাড়ী-রাজাপুর হাই স্কুল সড়কের পশ্চিমপাড়া এলাকায় প্রবাহিত ঘুংগুর নদীর উপর নির্মিত সেতুতে এ ঘটনা ঘটে।

সেতুর উপর দিয়ে সড়কের নির্মাণ কাজে ব্যবহৃত বালুবোঝাই ড্রাম ট্রাক পারাপারের সময় হঠাৎ বিকট শব্দে ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। তবে এখনও বালুবোঝাই ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল ৩টায়। ওই সময় থেকে রাত ৮টা পর্যন্ত সড়কে বিভিন্ন যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা জানান, রাজাপুর ইউনিয়নের রাজাপুর হাই স্কুলসংলগ্ন সড়কটি প্রায় ৬ কিলোমিটার সংস্কারের কাজ চলছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে সংস্কার কাজের ঠিকাদারের নির্মাণসামগ্রীর বালুবোঝাই ড্রাম ট্রাক ঘুংগুর নদীর পশ্চিম পাশ থেকে পূর্বপাশে বহন করে নিয়ে যাওয়ার সময় ব্রিজটি হঠাৎ বিকট শব্দে ভেঙে ট্রাকসহ ঘুংগুর নদীতে পড়ে যায়।

এ সময় বালুবোঝাই ড্রাম ট্রাকের চালক ও হেলপার প্রাণে বেঁচে যান। এতে যানবাহন চলাচল ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

স্থানীয় রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ ও উমর ফারুক জানান, এ সড়কটিতে দীর্ঘদিন যাবত খানাখন্দ ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এসব ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করত। সম্প্রতি একজন ঠিকাদার এ সড়কটি সংস্কারের কাজ পান। মঙ্গলবার বিকালে ওই ঠিকাদারের ড্রাম ট্রাকটি সংস্কার কাজের বালুবোঝাই করে ঘুংগুর নদীর পূর্ব পাশে নিয়ে যাওয়ার সময় নদীতে ভেঙে পড়ে যায়।

তারা আরও জানান, ঘুংগুর নদীর উপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিনের পুরনো ও ঝুঁকিপূর্ণ ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English