সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের সেনাবাহিনীকে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। যে কোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত থাকার কথা বলেন তিনি। সোমবার সেন্ট্রাল মিলিটারি কমিশন (সিএমসি)-২০২১-এ স্বাক্ষর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। খবর সিনহুয়ার।

সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীর উদ্দেশে বলেন, যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধে নামার জন্য প্রকৃত লড়াই পরিস্থিতির প্রশিক্ষণ বাড়াতে হবে। তিনি বলেন, ‘পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাৎক্ষণিকভাবে যুদ্ধের জন্য অবশ্যই প্রস্তুত হও এবং সর্বদা পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। সম্মুখযুদ্ধের জন্য অবশ্য সেনাদের সক্ষমতা বাড়াতে হবে এবং প্রশিক্ষণ চর্চাও প্রযুক্তিনির্ভর করতে হবে।’

স্বাক্ষর অনুষ্ঠানে যুদ্ধে জয়ী হওয়া এবং যে কোনো লড়াই পরিস্থিতিতে সামরিক প্রশিক্ষণের ওপর জোরারোপ করেছেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘১ জুলাই চীনা কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করতে সিএমসি ও সিপিসির আদেশগুলো ‘যথাযথভাবে প্রয়োগের’ মাধ্যেমে পিএলএকে ‘দুর্দান্ত পারফরম্যান্স’ দেখাতে হবে।’’

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, পিএলএকে অবশ্যই সামরিক যন্ত্রপাতি, সেনাসংখ্যা বৃদ্ধি এবং যুদ্ধমুখী প্রশিক্ষণ আর রণকৌশল বাড়াতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English