শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

সেমিফাইনালের ঘটনায় ইংল্যান্ডকে শাস্তি দেওয়ার চিন্তা করছে উয়েফা

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫৮ জন নিউজটি পড়েছেন
সেমিফাইনালের ঘটনায় ইংল্যান্ডকে শাস্তি দেওয়ার চিন্তা করছে উয়েফা

সেমিফাইনালের বাধা অবশেষে পেরোল ইংল্যান্ড। ইউরোতে এর আগে দুবার চেষ্টা করেও ফাইনালে উঠতে ব্যর্থ দলটি ঘরের মাঠে গতকাল বুধবার ডেনমার্ককে হারিয়ে দিয়েছে। অতিরিক্ত সময়ে বিতর্কিত এক পেনাল্টি গোলে ডেনিশদের ২-১ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। সে জয়ে ‘ফুটবল ঘরে ফেরা’র শোরগোল আকাশ ছুঁয়েছে।

তবে ইংলিশ–সমর্থকদের এমন বাধভাঙা উল্লাস কিছু বিতর্কেরও জন্ম দিয়েছে। উদ্দাম উল্লাস করতে গিয়ে ২০ জন গ্রেপ্তার হয়েছেন। তবে সেটা মাঠের বাইরের ঘটনা। মাঠের ভেতরের তিনটি ঘটনায় তদন্ত শুরু করেছে উয়েফা। সে তিন ঘটনায় শাস্তিও জুটতে পারে ইংলিশ ফুটবল ফেডারেশনের।

এভাবেই স্মাইকেলকে বিরক্ত করার চেষ্টা হয়েছিল।
গতকাল প্রথমে পিছিয়ে পড়েও ডেনিশদের হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপের পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ইতালির বিপক্ষে ফাইনালের আগে তাই উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে ‘ত্রি লায়ন’রা।

গতকাল ১০২ মিনিটে রাহিম স্টার্লিংয়ের পেনাল্টি বক্সে পড়ে যাওয়ার বহু আগ থেকেই বিতর্ক চলছে। স্টার্লিং ডি-বক্সে পড়ে যাওয়ার সময়ে মাঠে দ্বিতীয় একটি বল ছিল। এরপর আবার হ্যারি কেইন যখন পেনাল্টি নিতে যাচ্ছিলেন, তখন ডেনমার্কের গোলকিপার কাসপার স্মাইকেলের চোখে লেজার লাইট ফেলা হয়েছিল।

কাল ইংলিশ–সমর্থকদের এমন বাধভাঙা উল্লাস কিছু বিতর্কের জন্ম দিয়েছে।
এর আগে খেলা শুরু হওয়ার আগে ডেনমার্কের জাতীয় সংগীতের সময় দুয়োধ্বনি শোনা গিয়েছিল। ওদিকে কিছু সমর্থক মাঠে আতশবাজি পুড়িয়েছেন। এ তিনটি ঘটনায় উয়েফা তদন্ত শুরু করেছে এবং তিনটি ঘটনাতেই পৃথকভাবে শাস্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে।

আজ এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘২০২০ ইউরোতে ওয়েম্বলিতে ৭ জুলাই ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যকার সেমিফাইনালে ঘটা নিম্নোক্ত ঘটনা নিয়ে শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্‌যাপনের জন্য।
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিযোগগুলো:

সমর্থকদের লেজার লাইট ব্যবহার করা—উয়েফার শৃঙ্খলাবিধির ১৬(২)(ডি) ধারা ভঙ্গ।

জাতীয় সংগীতের সময় সমর্থকদের গোলমাল করা—উয়েফার শৃঙ্খলাবিধির ১৬(২)(জি) ধারা ভঙ্গ।

সমর্থকদের দ্বারা আতশবাজি পোড়ানো—উয়েফার শৃঙ্খলাবিধির ১৬(২)(সি) ধারা ভঙ্গ।

উয়েফার নিয়ন্ত্রণ, নৈতিকতা ও শৃঙ্খলার দায়িত্বে থাকা অংশ এ বিষয়গুলো নিয়ে সময়মতো সিদ্ধান্ত নেবে।’

এখনো পর্যন্ত কী শাস্তি দেওয়া হবে, তা জানা না গেলেও শাস্তিটা বড় অঙ্কের জরিমানাতেই আটকে রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English