রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

সেরা তালিকায় জায়গা পেলেন না রোনালদো

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

২০১৯-২০ মৌসুমের ২৩ জনের স্কোয়াডেও জায়গা পেলেন না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল ছাড়ার পর চ্যাম্পিয়নস লিগে কমেছে দাপট। গত দুই মৌসুমে নিজের ফর্মের জায়গাটা ধরে রাখতে ব্যর্থ তিনি। তাই হয়তো বাছাইয়ের শীর্ষে থাকা এই তারকার জায়গাটা সেরা ২৩ জনের বাইরে।

গত রোববার পর্তুগালের লিসবনে পর্দা নেমেছে এবারের চ্যাম্পিয়নস লিগের। ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ফলে টুর্নামেন্টের সেরা স্কোয়াডে তাদেরই আধিপত্য, মোট ২৩ জনের মধ্যে ৯ জনই সুযোগ পেয়েছেন বায়ার্ন থেকে।

এছাড়া রানার্সআপ প্যারিস সেইন্ট জার্মেই ও এবারের মৌসুমে চমক দেখানো আরবি লাইপজিগ থেকে সুযোগ পেয়েছেন ৩ জন করে খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকে নেই কোনো খেলোয়াড়। তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন শুধুমাত্র লিওনেল মেসি।

২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগের সেরা দল

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), ইয়ান অবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ) ও অ্যান্তনিও লোপেজ (অলিম্পিক লিয়ন)।

ডিফেন্ডার: আলফনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), দাইয়ু উপামিকানো (লাইপজিগ) ও আনহেলিনো (লাইপজিগ)।

মিডফিল্ডার: থমাস মুলার (বায়ার্ন মিউনিখ), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), লেয়ন গোরেৎজকা (বায়ার্ন মিউনিখ), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), হোসাম আউয়ার (অলিম্পিক লিয়ন), মার্সেল জাবিৎসার (লাইপজিগ), মার্কুইনহোস (পিএসজি), দারিও গোমেস (আটলান্টা)।

ফরোয়ার্ড: রবার্তো লেওয়ানডোস্কি (বায়ার্ন মিউনিখ), সার্গেই জিনাব্রি (বায়ার্ন মিউনিখ), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (পিএসজি), কাইলিয়ান এমবাপে (পিএসজি) ও রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English