সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সেরা ফোক গায়িকা হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সায়েরা রেজা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা ফোক গায়িকার পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সংগীতশিল্পী সায়েরা সুলতানা রেজা।

অনুরূপ আইচের লেখা দোষ দেব না গানে কণ্ঠ দিয়ে এ পুরস্কার পেলেন সায়রা।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়া জানাতে সায়েরা রেজা বলেন, মর্যাদাপূর্ণ এ সম্মান আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। বিচারকমণ্ডলী এবং চ্যানেল আই কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ।

সায়েরা রেজার সংগীত ক্যারিয়ার প্রায় ৩০ বছরের। ১০ বছর বয়স থেকেই গানে হাতেখড়ি কিংবদন্তি শিল্পী নীনা হামিদ, পিলু মমতাজ এবং ওস্তাদ সমীর চক্রবর্তীর কাছে।

প্রাতিষ্ঠানিক শিক্ষা আব্বাসউদ্দিন একাডেমি ও দিনা লায়লা মিউজিক একাডেমি থেকে। রপ্ত করেছেন উচ্চাঙ্গ, লালন, রবীন্দ্র, আধুনিক, ফোক, সুফী, পপসহ সংগীতের নানা শাখা।

বাংলাদেশ বেতার, বিটিভির তালিকাভুক্ত শিল্পী ছাড়াও চলচ্চিত্রেও নিয়মিত প্লেব্যাক করেন তিনি।

আমেরিকায় নিজ ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তার হোম থিয়েটার স্টুডিও।

সায়েরা রেজার একমাত্র স্বপ্ন বাংলা গানকে বিশ্বদরবারে তুলে ধরা। মিক্সড ছাড়াও তিনটি গানের অ্যালবাম রয়েছে সায়েরা রেজার। এর মধ্যে অগ্নিবীনার ব্যানারে ‘সুখের অমিল’, লেজার ভিশনের ব্যানারে ‘এক নিশিথে’ এবং গানচিলের ব্যানারে ‘আরবান ফোক’ অন্যতম।

কমনজেন্ডার ছবিতে তার গাওয়া ‘ওরে সোনা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ধার ধারি না, হলুদিয়া পাখি, ওরে সোনা, বাড়ির কাছে আরশীনগর, মান ভাঙাবো বন্ধুরে আজ, তুই যদি আমার হইতিরে, না না না তা হবে না, এক নিশিথে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না এবং মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাব ইত্যাদি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English