রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সোনারগাঁওয়ে হাজী সেলিমের অবৈধ দখল উচ্ছেদ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের শিল্প নগরী মেঘনা ঘাটে অবৈধভাবে দখলের অভিযোগে মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কোম্পানি অভ্যান্তরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সোনারগাঁও উপজেলা প্রশাসন।

রোববার বিকেলে পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাটে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় পিরোজপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতাউর রহমানসহ বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে সময় স্বল্পতার কারণে সকল স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি। মদিনা গ্রুপ কর্তৃপক্ষকে দখল ছেড়ে দিতে তিন দিনের সময় বেঁধে দিয়ে নোটিশ করেছেন সোনারগাঁও উপজেলা ভূমি কার্যালয়। এ সময়ের মধ্যে দখল ছেড়ে না দিলে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন।

জানা যায়, হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য মেঘনাঘাট এলাকায় চর রমজান সোনাউল্লাহ মৌজায় দিয়ারা ১ নম্বর খাস খতিয়ানভূক্ত ৭৪১০, ৭৪১২, ৭৪১৪, ৭৬২৮, ৭৬৩৫, ৭৬৩৬, ৭৬৪৪, ৭৬৪৫, ৭৬৫৩ ও ৭৬৫৭ দাগে ১ দশমিক ০৮৪৪ একর এবং ৯৬০১ দাগে ২ দশমিক ৩৩২০ একর ভূমি অবৈধভাবে বালু ফেলে দখল করে নিয়েছেন। দখল করা সম্পত্তি স্থায়ী বন্দোবস্তের জন্য ২০১৮ সালের ৬ আগস্ট মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তার কোম্পানির প্যাডে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন। ওই আবেদনের পর জেলা প্রশাসকের কার্যালয় তাকে সম্পত্তি স্থায়ী বন্দোবস্ত দেননি। পরে এ সম্পত্তিগুলো সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে তিনি দেয়াল নির্মাণ করে দখলে নিয়ে নেন।

২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী সেলিমকে সরকারি সম্পত্তি ছেড়ে দেয়ার জন্য নোটিশ করা হয়।

সম্প্রতি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেফতারের পর থেকেই হাজী সেলিমের দখলের অভিযোগ প্রকাশ্যে আসে। এর পর থেকেই তার দখলে থাকা বিভিন্ন সরকারি ও মালিকানাধীন বিভিন্ন সম্পত্তি উদ্ধার তৎপরতা জোরদার করা হয়। এ প্রেক্ষিতে রোববার বিকেলে সোনারগাঁওয়ের মেঘনা শিল্প এলাকার মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করে।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন জানান, মদিনা গ্রুপের দখলে থাকা প্রায় ১৪ বিঘা সরকারি সম্পত্তি চিহ্নিত করেছি। কিছু অংশ উচ্ছেদ করা হয়েছে। সময় স্বল্পতার কারণে সব উচ্ছেদ সম্ভব হয়নি। মদিনা গ্রুপ কর্তৃপক্ষকে তিন দিনের সময় বেঁধে দিয়ে নোটিশ করেছি। এ সময়ের মধ্যে দখল ছেড়ে না দিলে আমার উচ্ছেদ পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English