কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউতে ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় রোববার দুপুরে তিনি মারা যান।
সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণ করছেন চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা।
অনেকের মতো সৌমিত্রকে শ্রদ্ধায় স্মরণ করেছেন তার এক সময়ের সহশিল্পী বাংলাদেশের অভিনেত্রী ববিতা।
তিনি বলছেন, তার মতো শিল্পীর মৃত্যু হয় না। দর্শকদের হৃদয়ে তিনি চিরকাল ছিলেন, আছেন, থাকবেন।
কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয় করেন ববিতা।
সেই ছবির স্মৃতিচারণ করে ববিতা এক গণমাধ্যমকে জানান, ‘ছবির প্রথম শট সৌমিত্র দাদার সঙ্গে ছিল। গঙ্গাচরণের গেটআপে তাকে অপূর্ব লাগছিল।আমি খুব ভয়ে ছিলাম, একে তো বিদেশ তার উপর ওনার মতো জাঁদরেল শিল্পীর সঙ্গে কাজ করছি। পারব কি পারব না সেটা নিয়ে খুব ভয় পাচ্ছিলাম।তবে পরে সেই ভয় কেটে গেছে।’
ভয় কেটে যাওয়ার কারণ হিসেবে ববিতা বলেন, ‘সৌমিত্র দাদা প্রচণ্ড ভালো মানুষ ছিলেন। খুব আপন করে নিয়েছিলেন। সেটে তিনি সহযোগিতা করতেন। পরামর্শ দিতেন। এতো নবীন হওয়ার পরও আমার সঙ্গে বন্ধুর মতো মিশেছেন। শুটিংয়ের অবসরে কাগজে গেম খেলতাম তার সঙ্গে। অবসরে আবৃত্তি করে শোনাতেন।’
ববিতা জানান, একদিন সৌমিত্র দাদা ফোনে আমাকে বলেন, ‘তুমি নাকি অনেক বিখ্যাত হয়ে গেছে বাংলাদেশে। অনেক ছবি করছ। পুরস্কার পাচ্ছ। অশনি সংকেতের সময় বুঝতে পেরেছি। তুমি অনেক বড় শিল্পী হবে’। এতো বড় মাপের শিল্পীর মুখে এসব কথা শুনে নিজেকে ধন্য মনে করেছি।
সবশেষে ববিতা বলেন, ‘গত একটি মাস ধরে আমি এতো উদ্বিগ্ন, চিন্তিত ছিলাম। এই বুঝি সৌমিত্র ভালো হয়ে যাবেন। কিন্তু শেষমেষ সেটা আর হলো না। ওনার মতো শিল্পীর মৃত্যু হয় না। তার জন্য শান্তি কামনা করছি। তিনি চিরকাল আমাদের হৃদয়ে ছিলেন, আছেন ও থাকবেন।’