কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অস্ত্রের মুখে রাস্তা থেকে তুলে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার উপজেলার ফরিদপুর ইউনিয়নের তারিনি বিশ্বাসের পারিবারিক শ্মশান সংলগ্ন একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত কিশোর সাইফুল ইসলাম ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের শহীদ মিয়ার ছেলে।
ভুক্তভোগী ছাত্রী ও তার বাবার অভিযোগে জানা যায়, ওই ছাত্রী গত শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় আনন্দবাজারে ফরিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এক শিক্ষকের কোচিং সেন্টার থেকে কোচিং শেষে হেঁটে বাড়ি ফিরছিল। পথে একটি শ্মশানের নির্জন স্থানে পৌঁছালে বখাটে সাইফুল পেছন থেকে ছাত্রীর নাক-মুখ চেপে ধরে গলায় একটি ধারালো ছুরি ধরে জঙ্গলে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন আইনে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছেন। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।