নিজের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই উধাও হয়ে গেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্লগ। স্থায়ীভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে ব্লগটি। ট্রাম্পের লক্ষ্য ছিল ব্লগটির মাধ্যমে সামাজিক মাধ্যম সাইটে নিজ বক্তব্য প্রকাশ করা।
অন্য কেউ বন্ধ করেনি। ট্রাম্প শিবির থেকেই ব্লগ বন্ধ করে দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ ট্রাম্প উপদেষ্টা জেসন মিলার নিশ্চিত করেছেন যে ব্লগটি আর ফিরছে না। তিনি মন্তব্য করেছেন, যোগাযোগ প্রচেষ্টায় ‘শুধু সহায়ক’ হিসেবেই ‘ফ্রম দ্য ডেস্ক অফ ডনাল্ড ট্রাম্প’ সাইটটি শুরু করা হয়েছিল। খবর সিনেটের।
অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে ভিন্ন কথা। ব্লগ নিয়ে বিপাকেই পড়েছিলেন ট্রাম্প। একদিকে বিদ্রুপ, অন্যদিকে অল্প পাঠক, এই দুই মিলিয়ে নাখোশ ছিলেন ট্রাম্প। এজন্যই মূলত ইতি টানা হয়েছে সেটির।
জানুয়ারির ৬ তারিখে ক্যাপিটল হিল সহিংসতার ঘটনায় ট্রাম্পকে বহিষ্কার করা হয়েছিল সামাজিক মাধ্যম থেকে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শঙ্কা ছিল, তার অনলাইন বক্তব্য সহিংসতায় ইন্ধন যোগাতে পারে।
গত মাসে ফেসবুকের ওভারসাইট বোর্ড সামাজিক মাধ্যম সাইটটিতে ট্রাম্পের স্থগিতাদেশ বহাল রেখেছে। তবে, ফেসবুককে হয় ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে বলেছে, না হয় তার স্থগিতাদেশ সময়সীমা নির্ধারণ করতে বলেছে।