শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি না মেনে চললে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
স্বাস্থ্যমন্ত্রী

দেশে গত কয়েকদিন ধরে প্রাণঘাতী করোনাভাইসে আক্রান্তের হার লাগামহীন বেড়ে চলেছে। তাই করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, জনগণের সহযোগিতা না পেলে করোনা সংক্রমণ কমানো সম্ভব না।

যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হবে। জনগণকে সচেতন করতে দরকার হলে কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। আর এ জরিমানা ও কঠোর অবস্থান সবই হবে জনগণের কল্যাণে জন্য।

রবিবার (২১ মার্চ) সকালে কেন্দ্রীয় ঔষধাগারের ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা। সংক্রমণ ২ থেকে ১০ শতাংশে উঠেছে। স্বাস্থ্য বিধি মেনে চলুন। না হলে মোবাইল কোর্টের জরিমানার মুখে পড়বেন।

বিশ্বের অনেক দেশের পাশাপাশি বাংলাদেশেও অনেক রোগের ভ্যাকসিন তৈরি হয়। এখন করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের চেষ্টা চলছে। বেসরকারি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি গ্লোব এ ক্ষেত্রে অনেকদূর এগিয়েছে বলে জানিয়েছেন এর কর্মকর্তারা। সরকারও করোনার ভ্যাকসিন উৎপাদনে যেতে চায়।

বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক ওষুধ ও ভ্যাকসিনই দেশে তৈরি হয়। ওষুধের মতো ভ্যাকসিনও দেশে তৈরির চেষ্টা হচ্ছে। আমরা একটি কারখানাও দেখেছি। দেশেই করোনার টিকা উৎপাদনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা সেদিকে আগাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English