শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মেনেই চলছে যাত্রীবাহী লঞ্চ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৬ জন নিউজটি পড়েছেন
সদরঘাট: স্বাস্থ্যবিধি আছে, স্বাস্থ্যবিধি নেই!

দেশে শুরু হয়েছে মহামারি করোনা দ্বিতীয় ঢেউ। প্রাণঘাতী এই ভাইরাসে (কোভিড ১৯) ক্রমেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা মোকাবেলায় লঞ্চ টার্মিনালে যাত্রীদের ওঠানামায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) ভোর থেকে রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি রুটে চলাচলকারী লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের অবস্থান করতে দেখা গেছে।

লঞ্চগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেলেও তাদের সবার মুখে দেখা গেছে মাস্ক। তাছাড়া জীবানুনাশক স্পে এবং হ্যান্ডসেনিটাইজার ব্যবহার করতেও দেখা গেছে। লঞ্চ কর্তৃপক্ষ বলেছেন, নতুন করে নির্দেশনার পর মালিক পক্ষের নির্দেশের পর যথাযথ নিয়ম মেনে যাত্রীবহন করা হচ্ছে। তবে আপাতত আগের ভাড়াই নেওয়া হচ্ছে।

এদিকে, কর্তৃপক্ষের এমন পরিবেশ নিশ্চিত করায় সন্তুষ্ট যাত্রীরাও। তবে করোনা ঠেকাতে আরো কঠোর হওয়ার জন্য তাগিদ দেন তারা।

সরকারের সকল নির্দেশনা নেমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান চাঁদপুর বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ‘র উপপরিচালক একেএম কায়সারুল ইসলাম। তিনি বলেন, ‘পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপাতত বর্তমান ভাড়াই যাত্রীদের কাছ থেকে নেওয়ার নির্দেশনা রয়েছে।’

সারাদেশে করোনার ঝুঁকিতে রয়েছে এমন ৩১টি জেলার মধ্যে চাঁদপুর অন্যতম। এই জেলায় গত একবছরে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১২৯ জন এবং এতে মারা গেছেন ৯৩ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English