করোনা সংক্রমণের এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে ফিরেছেন বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। আজ শুক্রবার সিনেমা ‘রাধে’র শুটিং শুরু করেছেন। সালমানের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
রাধের শুটিংয়ে সুরক্ষা বিধি মেনে মুম্বাইসংলগ্ন কারজাত এলাকার এনডি স্টুডিওতে হচ্ছে শুটিং। সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।
করোনা পরীক্ষা করেই শুটিংয়ে যোগ দিলেন কলাকুশলী এবং অভিনেতা-অভিনেত্রীরা।
প্রায় ১৫-২০ দিন শুটিং চলবে রাধের। এই সময়ে শুটিং লোকেশনে উপস্থিত থাকবে অ্যাম্বুলেন্স। সেটে চিকিৎসকও উপস্থিত থাকবেন। থাকবে অন্যান্য মাস্ক, কিট, হ্যান্ড স্যানিটাইজারের মতো সুরক্ষা সরঞ্জাম।