বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠিন লকডাউনে স্বাস্থ্য বিধি না মানায় ৬টি মামলায় ১ হাজার ৩শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আবুল হাশেম উপজেলার পয়সারহাট বন্দর, জোবারপাড়, কাঠিরাসহ বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন। স্বাস্থ্য বিধির জন্য মাস্ক ব্যবহার না করায় ৬টি মামলায় ১হাজার ৩শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন থানার এসআই মনিরুজ্জামান ও উপজেলা ভূমি অফিসের পেশকার সোহেল আমিনসহ প্রমুখ।