রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

স্মিথকে টপকে গেলেন কোহলি

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৫ জন নিউজটি পড়েছেন
১২ লাখ রুপি জরিমানা বিরাট কোহলির

বিরাট কোহলির মুকুটে যোগ হল আরও একটি পালক। অধিনায়ক হিসাবে টপকে গেলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রাহেম স্মিথকে। গতকাল শুক্রবার (২৬ মার্চ) ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যক্তিগত ৬৬ রানের পথে এই নজির গড়েন বিরাট।

এদিন, মহারাষ্ট্রে ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে রানের হিসাবে স্মিথকে টপকে যান কোহলি। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে পঞ্চম সর্বাধিক রানের মালিক হলেন বিরাট। ৬৬ রান করার পথে স্মিথের ৫৪১৬ রান টপকে যান কোহলি। শুধু তাই নয়, স্মিথের থেকে ৫৬টি ওয়ানডে ম্যাচ কম খেলে এই নজির গড়েন কোহলি। স্মিথ করেছিলেন এই রান ১৫০ ম্যাচে। কিন্তু ক্যাপ্টেন হিসেবে কোহলি করলেন মাত্র ৯৪ ম্যাচে। এদিন ইনিংসের ২৪তম ওভারে মাইলস্টোনে পৌঁছান কোহলি।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেও হাফ-সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাট থেকে। এদিনও হাফ-সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। দারুণ ব্যাটিং করেও সেঞ্চুরি মিস করেন কোহলি। ব্যক্তিগত ৬৬ রানে আদিল রশিদের শিকার হন। তবে এদিন ব্যাট হাতে নামার আগে স্মিথের থেকে ৪১ রান দূরে ছিলেন কোহলি। কিন্তু সহজেই সাবেক প্রোটিয়া অধিনায়ককে টপকে যান তিনি।
ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ রানের মালিক সাবেক অজি ক্যাপ্টেন রিকি পন্টিংয়ের। ২৩৪টি ম্যাচে নেতৃত্বে দিয়ে ৮৪৯৭ রান করেছেন পন্টিং। তারপরই রয়েছেন সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতকে ২০০টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৬৬৪১ রান করেছেন ধোনি। কোহলি পাঁচ নম্বরে থাকলেও সবচেয়ে বেশি স্ট্রাইক রেট এবং গড় তার। ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে কোহলি হলেন একমাত্র ব্যাটসম্যান, যার ব্যাটিং গড় ৭০’র বেশি। আর স্ট্রাইক রেট ৯৮.৫৫।

এছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন কোহলি। এর আগে একমাত্র এই নজির গড়েছিলেন সাবেক অজি ব্যাটসম্যান রিকি পন্টিং৷ এদিন পন্টিংয়ের এই রেকর্ড ছুঁলেন বিরাট। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া কোহলি ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচেই ব্যাটিং করেছেন নম্বর তিন পজিশনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English