সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের এফিডেভিট শাখায় অভিযান চালানো হয়েছে। হাইকোর্টের এফিডেভিট শাখায় অভিযান চালিয়ে আইনজীবী সহকারীসহ মোট ৪৩ জনকে আটক করা হয়। পরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির জিম্মায় তাদের ছাড়া হয়। সুপ্রিমকোর্ট বার এর সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, এ ধরনের অভিযান পরিচালনাকে সুপ্রিমকোর্ট বার স্বাগত জানায়। আজ যাদের আটক করা হয়েছিল তারা কোনো অবৈধ লেনদেনে জড়িত ছিলেন না। তবে এফিডেভিড শাখায় অযাচিত উপস্থিতি কাম্য নয়। সুপ্রিমকোর্ট অঙ্গনের যে কোনো ধরনের অনিয়ম ও দূর্নীতি বন্ধে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি সোচ্চার রয়েছে। অনিয়মে জড়িত আইনজীবী সহকারীদের বিষয়ে সুপ্রিমকোর্ট বার ব্যবস্থা নিবে।
সুপ্রিমকোর্টের ২ নম্বর প্রশাসনিক ভবনে আজ রবিবার এ ঝটিকা অভিযান পরিচালিত হয় এবং প্রাথমিকভাবে সেখানে ৪৩ আটক করা হয়েছিল। অভিযানের সময় সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানি উপস্থিত ছিলেন।