শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

হাইকোর্টে সাত বেঞ্চ গঠন, হবে না আগাম জামিন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন
সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিভিন্ন ধরনের মামলার বিচারের জন্য ৭টি দ্বৈত বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব বেঞ্চে কোনো ধরনের আগাম জামিন আবেদনের শুনানি করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহষ্পতিবার (২৯ এপ্রিল) প্রধান বিচারপতির স্বাক্ষরে বেঞ্চ গঠন করে জারি করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

সাতটি বেঞ্চে যে বিচারকগণ বিচারকাজ পরিচালনা করবেন তারা হলেন- বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান; বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান; বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর; বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিন; বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত; বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ৫ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টসহ সারা দেশে আদালতে স্বাভাবিক বিচার কাজ বন্ধ রয়েছে। তবে জরুরি মামলা শুনানির জন্য ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি করা হচ্ছে। প্রথমদিকে ক্ষুদ্র পরিসরে শুরু হলেও আইনজীবীদের অব্যাহত আবেদনের পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে আদালতের সংখ্যা ও এখতিয়ার বাড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্ট বিভাগে ৫টি দ্বৈত বেঞ্চ ও একটি একক বেঞ্চে বিচার কাজ পরিচালিত হয়েছে। তবে সবগুলো বেঞ্চ প্রতিদিন বসেনি। কোনো কোনো বেঞ্চ একদিন পর একদিন বসেছে। এরই ধারাবাহিকতায় সাতটি বেঞ্চ গঠন ও এসব বেঞ্চের এখতিয়ার নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English