সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

হাতিয়া-ভাসানচর রুটে যাত্রীবাহী সি-ট্রাক চালু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

নোয়াখালী হাতিয়া উপজেলাধীন ভাসানচরে ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের আগমন ঘটে। রোহিঙ্গাদের আগমনের পরপরই উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে স্বাস্থ্য শিক্ষাসহ যাবতীয় কার্যক্রম চলমান থাকে। তারই পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও নানাবিধ কার্যক্রম সহজলভ্য করতে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন হাতিয়া ভাসানচর রুটে যাত্রী বাহী সি-ট্রাক চালুর সিদ্ধান্ত নেয়।

ওই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১২ ডিসেম্বর) সকালে বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে যাত্রীবাহী সি-ট্রাক (এসটি খিজির-৫) কিছু যাত্রী নিয়ে ভাসানচর পৌঁছে। সিট্রাকটি ভাসানচরে পৌঁছলে নৌবাহিনীর কর্মকর্তাগন সকলকে স্বাগত জানায়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানাগেছে, ভাসানচর-বয়ারচর চেয়ারম্যানঘাট দূরত্ব ৩৬ কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া ৩৭০ টাকা, হাতিয়া-ভাসানচর দূরত্ব ৩১কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া ৩১৯ টাকা, এবং বয়ারচর চেয়ারম্যানঘাট-ভাসানচর ভায়া হাতিয়া দূরত্ব ৪৫কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া ৪৬৪ টাকা নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন জানান, বিআইডব্লিউটিসির এস টি খিজির-৫ নামের সি-ট্রাকটি বয়ারচর চেয়ারম্যানঘাট-ভাসানচর ভায়া হাতিয়া রুটে সপ্তাহে ২দিন অর্থাৎ প্রতি শনি ও মঙ্গলবার যাত্রী পারাপার করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English