বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৯৫ জন নিউজটি পড়েছেন

লালমনিরহাটের হাতীবান্ধায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ প্রশাসন ও গোটা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২৪-৩৪৩৭ আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আজ সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, হাতীবান্ধা থানার বিশেষ শাখার (ডিএসবি) এসআই আব্দুল মতিন ও কনেস্টেবল আলহাজ মুজিবুল ইসলাম। মতিনের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুড়াঙ্গামারীতে আর মুজিবুল ইসলামের বাড়ি রংপুর গঙ্গাচড়া এলাকায়।

জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ফকির পাড়া থেকে কাজ শেষ করে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলের তারা। পথিমধ্যে খানের বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি দ্রুত গতির ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি লালমনিরহাটে একটা মিটিংয়ে গিয়েছি। দুজনের মৃত্যুর খবর পেয়ে হাতীবান্ধা থানার উদ্দেশ্যে রওনা করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English