ভুলে যাওয়া
আওন ইবনু সাল্লাম আল কুফী রহ: ….. ‘আবদুল্লাহ ইবনু মাসউদ রা: থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সা: কোনো এক সালাত আদায় করতে পাঁচ রাকাত পড়লেন। আমরা তাকে বললাম : হে আল্লাহর রাসূল সা:! সালাত (এর রাকাত সংখ্যা) কি বাড়িয়ে দেয়া হয়েছে? (এ কথা শুনে) তিনি বললেন : এ আবার কী কথা? তখন সবাই বলল : আপনি তো সালাত পাঁচ রাকাত আদায় করেছেন, এ কথা শুনে তিনি বললেন, আমি তো তোমাদের মতোই মানুষ। আমি স্মরণ রাখি যেমন তোমরা স্মরণ রাখো। আবার আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। এরপর তিনি দু’টি সাহু সাজদাহ দিলেন।
(সহিহ মুসলিম : ১১৭১ (ইফা ১১৬০, ইসে ১১৭২)