উত্তম উপার্জন হালাল ব্যবসার
রাসূল সা: ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে উৎসাহ দিতে গিয়ে বলেছেন, ‘উত্তম কামাই হলো, একজন মানুষের তার নিজের হাতের কামাই এবং সব ধরনের মাবরুর ব্যবসা-বাণিজ্যের (অবশ্যই হালাল ব্যবসা এবং ইসলামী নিয়মনীতি অনুযায়ী) কামাই।’
(মুসনাদে আহমদ)