বাংলাদেশ দলে অভিজ্ঞ ক্রিকেটার আছে বেশ কয়েকজন, আর শ্রীলঙ্কা খেলতে এসেছে তরুণ দল নিয়ে। ২০২৩ বিশ্বকাপকে মাথায় রেখে বাদ দেওয়া হয়েছে দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞদের, নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরার হাতে। তবে অভিজ্ঞরা না থাকলেও তরুণদের নিয়েই বাংলাদেশকে হারাতে চায় লঙ্কানরা।
৩৩ বছর বয়সী অলরাউন্ডার ইসুরা উদানার কণ্ঠে এমনটাই শোনা গেল গতকাল, ‘বাংলাদেশ স্কোয়াডে যেখানে কয়েকজন সুপারস্টার আছে সেখানে আমাদের দলটি তরুণনির্ভর। এ কারণে আমাদের কিছু হারানোরও নেই। আমরা এখানে এসেছে বাংলাদেশকে হারাতে। নিজেদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব। যদিও জানি যে, বাংলাদেশ নিজেদের মাটিতে বিপজ্জনক দল।’ পেরেরার নেতৃত্বাধীন ১৮ সদস্যের লঙ্কান দলটিতে অভিজ্ঞ বলতে উদানাই। জাতীয় দলের হয়ে খেলে যাওয়ার পাশাপাশি ৪-৫ বার বিপিএলেও খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতা মাঠের খেলায় কাজে লাগলেও লাগতে পারে জানিয়ে সতর্ক মন্তব্য করলেন বাঁহাতি এ পেসার, ‘আমি হয়তো অভিজ্ঞতায় এগিয়ে, তবে নির্দিষ্ট দিনে একজন তরুণ বোলার আমাদের চেয়ে ভালো করতে পারে। তাই আমাদের পরিকল্পনা অনুযায়ী দল হিসেবে খেলতে হবে।’