শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

হিরো অনিকসহ পাঁচজন রিমান্ডে

জৈষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৮ জন নিউজটি পড়েছেন
হিরো অনিকসহ পাঁচজন রিমান্ডে

ভারতে নারী পাচারের অন্যতম হোতা টিকটক হ্নদয় বাবুর অন্যতম সহযোগী ও মগবাজার এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত অনিক হাসান ওরফে হিরো অনিককে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করে হাতিরঝিল থানার অস্ত্র আইনে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া শহিদুল ইসলাম ওরফে অ্যাম্পুল, আবির আহমেদ রাকিব, সোহাগ হোসেন আরিফ ও হিরোকে হাতিরঝিল থানার ডাকাতির প্রস্তুতির মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে একই আদালত এই চারজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাতে অভিযান চালিয়ে হিরো অনিকসহ পাঁচজনকে বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার করা হয়। এরপর হাতিরঝিল থানায় অনিকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। এছাড়া অন্য চারজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English