দিনাজপুরের হিলিতে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে অনুমোদন না থাকায় একটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার দুপুরে হিলির বিভিন্ন এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দিনব্যাপী অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় মেহেরুন নেছা নামের একটি ক্লিনিকে লাইসেন্স না থাকা, চিকিৎসক ও নার্সের সুবিধা ছাড়াই ক্লিনিক পরিচালনা করার অপরাধে ক্লিনিকের মালিককে সাত দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১৫ দিনের জেল এবং সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও মেহেরুন নেছা ক্লিনিক বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, ডা. গাদ্দাফি হোসেন, সেনেটারি ইন্সপেক্টর আতিকুর রহমান এসময় উপস্থিত ছিলেন।