শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

‘হেই গুগল’ ছাড়াই ভয়েস কমান্ড ফিচার পরীক্ষায় গুগল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
গুগল

নতুন এক অ্যাসিস্টেন্ট ফিচার পরীক্ষা করে দেখছে গুগল। আপাতত ফিচারটির কোড নাম ‘গুয়াকামোলে’। এর সাহায্যে ‘হেই গুগল’ বলা ছাড়াই গুগলকে ভয়েস কমান্ড দেওয়া যাবে।
আদৌ পরবর্তীতে ফিচারটি বড় পরিসরে আসবে কি না, তা এখনও অনিশ্চিত। প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ গুগল অ্যাপের সর্বশেষ বেটা সংস্করণের সেটিংসে গুয়াকামোলে অপশনটি খুঁজে পেয়েছে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ চালিত ডিভাইসের ব্যবহারকারীরা নিজ নিজ অ্যাপ্লিকেশনে পেয়েছেন ফিচারটি।

অন্যদিকে, ৯টু৫গুগল বলছে, যে কর্মীরা পরীক্ষা করছেন, তারাই শুধু ফিচারটিতে প্রবেশাধিকার পেয়েছেন। এমনকি অপশনে থাকা এফএকিউ অংশটিও অভ্যন্তরীন এক পেইজে নিয়ে যাচ্ছে।

সেটিংস থেকে গুয়াকোমোলে ট্যাপ করলেই ভয়েস শর্টকাট পেইজ এসে হাজির হচ্ছে। সেখানে ব্যবহারকারীরা জানতে পারছেন, এটি চালু করে নিলে ‘হেই গুগল’ আর বলতে হবে না। এর সঙ্গে এফএকিউ পেইজও রয়েছে যা পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। তবে, ফিচার দেখতে পেলেও এখনই তা ব্যবহারের সুযোগ মিলছে না।

৯টু৫গুগল ধারণা করছে, এ ধরনের ফিচারের সাহায্যে শুধু ‘স্টপ’ বা ‘স্নুজ’ বলেই অ্যালার্ম নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। কোনো কল এলে ব্যবহারকারীরা ‘অ্যানসার’ বা ‘ডিক্লাইন’ বলে সেটিরও নিয়ন্ত্রণ ক্ষমতা পাবেন।

এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, অন্তত মার্চের শুরু থেকে গুয়াকামোলে ফিচারটি নিয়ে কাজ করছে গুগল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English