সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটি। আজ শনিবার (২০ মার্চ) দুপুর দেড়টায় বিয়ানীবাজার গোলাবিয়া লাইব্রেরির সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ হেফাজত নেতা মামুনুল হকের গ্রেপ্তারের দাবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা কমিটির সাবেক সভাপতি দয়াময় দেব, সদস্য হাসান শাহরিয়ার, প্রভাষক বিজিত আচার্য্য প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকছার হোসেন, বিয়ানীবাজার মহিলা কলেজের প্রভাষক ফয়সল আহমদ, ট্রেড ইউনিয়ন বিয়ানীবাজারের সভাপতি নিজাম উদ্দিন আবুল প্রমুখ।
বক্তারা বলেন, ‘শাল্লার নোয়াগাঁও এ সাম্প্রদায়িক হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন সাম্প্রদায়িক হামলা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই হামলা সরকারের সাম্প্রদায়িকতা ও মৌলবাদ তোষণের ফল। আওয়ামী লীগ সরকার তার ১২ বছরের শাসন আমলে সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তোষণ করে আসছে।’
বক্তারা আরও বলেন, ‘হেফাজত নেতারা দেশের সংবিধান পরিপন্থী কথা বললেও তাদের আইনের আওতায় নিয়ে আসা হয় না। রামু, নাসিরনগরসহ দেশে সংগঠিত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে।’ এ সময় বক্তারা হেফাজত নেতা মামুনুল হকসহ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান।