বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

১০ টাকা নিয়ে সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

হবিগঞ্জের লাখাই উপজেলায় ১০ টাকা ভাড়া নিয়ে সংঘর্ষে পুলিশের ৩ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ইসরাফিল নামের এক ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে উপজেলার আয়নারটুক থেকে শিবপুর গ্রামে যান। গন্তব্যে যাওয়ার পর তিনি ৪০ টাকা ভাড়া দেন। এ সময় অটোরিকশার চালক অলি আহমেদ যাত্রীর কাছে আরও ১০ টাকা ভাড়া দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের পক্ষের স্বজনেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ৩ পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ১৩ জন। বাকিরা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English