বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

১০ সংগীতশিল্পী নিয়ে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৭ জন নিউজটি পড়েছেন
১০ সংগীতশিল্পী নিয়ে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’

দেশের ১০ কণ্ঠশিল্পীর অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ১০ পর্বের ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ নামের বিশেষ এক সংগীত অনুষ্ঠান। ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে আগামী ২ সেপ্টেম্বর থেকে, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে। পরদিন দুপুর ১২টায় পুনঃপ্রচারিত হবে। পাওয়া যাবে চ্যানেল আই মিউজিকের ইউটিউব চ্যানেলে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

ইজাজ খান স্বপনের প্রযোজনায় ব্লুজের ব্যানারে অনুষ্ঠানটিতে গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মণ্ডল, শাফিন আহমেদ, তাহসান খান, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ সজীব, পিন্টু ঘোষ ও অণিমা রায়। অনুষ্ঠানটির সংগীত পরিচালনা করেছেন ব্যান্ড তারকা মানাম আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে চ্যানেল

আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানাম আহমেদ, ফাহমিদা নবী, শফি মণ্ডল, অণিমা রায়, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ।

হাতিলের পক্ষে ছিলেন দুই পরিচালক মশিউর রহমান ও শফিকুর রহমান। ভার্চ্যুয়ালি সংবাদে যুক্ত থেকে ভিন্নমাত্রা আনেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ।
শাইখ সিরাজ বলেন, ‘সংগীতের প্রতি চ্যানেল আইয়ের ভালোবাসা সব সময় অন্য রকম। সে কারণে বেশ কিছু ভালো শিল্পী প্রতিযোগিতার মাধ্যমে তুলে এনে আমরা উপহার দিয়েছি। “দ্য পিয়ানো লাউঞ্জ” একেবারে অন্য ধারার একটি গানের আয়োজন। দেশের সব ধরনের তারকা শিল্পীদের গান থাকবে এখানে।’
সংবাদ সম্মেলনে মানাম আহমেদ বলেন, ‘রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক—সব ধরনের গান পিয়ানোতে করার চেষ্টা করেছি। ৪৫ বছরের সংগীতজীবনের অভিজ্ঞতা এখানে কাজে লাগিয়ে দর্শক–শ্রোতাদের জন্য অন্য ধারার কাজ উপস্থাপন করার চেষ্টা করেছি।’

ফাহমিদ নবী বলেন, ‘যে কাজগুলো মিউজিশিয়ানরা চান, ঠিক তেমনই এক অনুষ্ঠান “দ্য পিয়ানো লাউঞ্জ”। মানুষ এই অনুষ্ঠান অন্যভাবে গ্রহণ করবে, আমার দৃঢ় বিশ্বাস। চ্যানেল আই ও যাঁরা এর সঙ্গে জড়িত, সবাইকে ধন্যবাদ জানাই।’
অণিমা রায় বলেন, ‘রবীন্দ্রনাথের গান এই অনুষ্ঠানের পরিমিতিবোধের মধ্যে উপস্থাপনা করা হয়েছে, যেমনটা আমরা সব সময় চাই। চ্যানেল আই সব সময় ব্যতিক্রম কাজ শুরু করে, পরে অন্যরা করে। এই কাজও তেমনই। ভিডিও শুট করতে গিয়ে আমি চমকে যাই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English