করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হচ্ছে। ১৪ জুলাই মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে নৌযান চলাচল করতে পারবে।
মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রজ্ঞাপনের সঙ্গে সঙ্গতি রেখে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে নৌযান চলাচল করতে পারবে। তবে ২৩ জুলাই সকাল ৬টার পর থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারো কঠোর লকডাউনের কারণে সব ধরণের লঞ্চ, স্পিডবোট, ট্রালারসহ সব যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।
বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।