রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

১৫ দিনে ২০ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ২৪ জন নিউজটি পড়েছেন

জমকালো আয়োজন করে সিনেমার মহরত হয়। সে মহরতে পরিচয় করিয়ে দেয়া হয় কে কে অভিনয় করবেন। প্রযোজক কিংবা পরিচালক মাইক্রোফোনের সামনে এসে বলেও যান আগামী মাসেই শুটিং শুরু হবে। কিন্তু সে সিনেমা আর হয় না। অনেক ছবির শুটিং শেষ করলেও তা আবার দেখে না আলোর মুখ।

প্রতি বছরই শতাধিক ছবির ঘোষণা আসে। অর্ধশতাধিক ছবির হয় জমকালো মহরতও। কিন্তু বছর শেষের সালতামামিতে মুক্তির তালিকায় ত্রিশের ঘর পেরোয় না। ২০২১ সালের প্রথম মাসটা ব্যতিক্রমভাবে শুরু করছে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি। প্রথম মাসের প্রথম দুই সপ্তাহেই ২০ ছবির ঘোষণা এসেছে বিভিন্ন প্রযোজনা সংস্থা থেকে। এর মধ্যে মহরত হওয়া দু-একটি ছবির শুটিং শুরু হয়েছে।

২০ ছবির ঘোষণার মধ্যে রয়েছে ডিপজল প্রযোজিত সাতটি ছবি, শাপলা মিডিয়া প্রযোজিত তিনটি ছবি, মো, ইকবাল প্রযোজিত, পরিচালিত তিনটি ছবি। আর রয়েছে অনন্য মামুন পরিচালিত পাঁচটি ছবি।

অন্যদিকে মৌসুমী- ওমর সানী অভিনীত ‘বাংলার ভাবী’ নামের একটি ছবি বছরের শুরুতে শুটিং আরম্ভ হয়ে নানা ঝামেলায় আপাতত বন্ধ রয়েছে। এদিকে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে রকিবুল আলম রকিব পরিচালনায় ‘বিয়ে আমি করবো না’ নামের নতুন ছবির। এই ছবিতে অভিনয় করেছে ইমন, তানহা তাসনিয়া ইসলাম।

৬ জানুয়ারি খলনায়ক, প্রযোজক ডিপজল ৭টি নতুন সিনেমা ঘোষণা দিয়েছেন। তার মধ্যে ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ নামের একটি ছবির কাজ। ছবিটিতে ডিপজল ছাড়াও অভিনয় করছেন জয় চৌধুরী, মৌ খান।

শাপলা মিডিয়া প্রযোজিত তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। গত ১৮ জানুয়ারি ‘লাইভ’, ‘নরসুন্দরী’ ও ‘গ্যাংস্টার’ নামের তিনটি ছবিতে চু্ক্তিবদ্ধ হয়েছেন তারা। ছবিগুলোর মধ্যে ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ সিনেমা দুটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনী ও ‘গ্যাংস্টার’ ছবিটা পরিচালনা করবেন শাহীন সুমন।

নবাব এলএলবি খ্যাত পরিচালক অনন্য মামুন চলতি মাসে ৫টি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন। ছবিগুলো হলো- প্যাড, ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান ২ ও পাইলট।

২০ জানুয়ারি জাকজমকপূর্ণ আয়োজনে তিনটি সিনেমার ঘোষণা দিয়েছেন প্রযোজক মো. ইকবাল। এবার তিনি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করবেন জানিয়েছেন। ছবিগুলো হলো- ‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ এবং ‘গুলশানের চামেলি’। এই তিন সিনেমায় নায়ক থাকবেন রোশান। একটি ছবির নায়িকা থাকছেন শিরিন শিলা। আগামী ফেব্রুয়ারি মাস থেকে ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English