শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন অর্ধেক কমাতে চান বাইডেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৭৩ জন নিউজটি পড়েছেন
তালেবান নিয়ে মুখ খুলবেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন অর্ধেক কমিয়ে আনার প্রতিশ্রুতি দিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জলবায়ু বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনকে সামনে রেখে বাইডেন এ পরিকল্পনা করছেন। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্র নির্গমন কমানোর যে ঘোষণা দিয়েছিল, তার চেয়ে বাইডেন কার্বন নির্গমন প্রায় দ্বিগুণ কমাতে যাচ্ছেন। সেসময় ২০০৫ সালের নির্গমনের মাত্রা বিবেচনায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নির্গমন ২৬ থেকে ২৮ ভাগ কমানোর ঘোষণা দিয়েছিলেন।

তবে বাইডেন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘জলবায়ু সংকট মোকাবিলায় বাইডেন-হ্যারিসের প্রশাসন ইতিহাসে অন্য সবার চেয়ে বেশি কাজ করবে।’

তিনি বলেন, ‘এটি ইতোমধ্যে আমাদের সরকারের এবং আমাদের দেশ জুড়ে একটি সর্বাত্মক প্রচেষ্টা। আমরা আজ যে সিদ্ধান্ত নেব তার ওপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ।’

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনয়নের দেশগুলোসহ আরও কিছু দেশ ইতোমধ্যেই কার্বন নির্গমন ব্যাপক মাত্রায় কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার যুক্তরাজ্য ২০৩৫ সালের মধ্যে কার্বন নির্গমন ৭৮ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্রুতি ঘোষণা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English