বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিভাগ পরিবর্তন বহাল প্রশ্নে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৬০ জন নিউজটি পড়েছেন
সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিভাগ পরিবর্তন কেন বহাল রাখা হবে না এবং পরীক্ষার্থীদের আবেদন নিষ্পত্তি করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ পরীক্ষার আয়োজক কমিটিসহ ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট বহাল চেয়ে রাকিব হোসেন, রিয়াজ আহমেদ, সাদিয়া আফরিন ও সাজ্জাদ হোসেনের করা রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি ব্যারিস্টার অনিক আর হক। সঙ্গে ছিলেন মো. সাইফুল ইসলাম সোহেল ও ব্যারিস্টার মাহবুবুর রহমান কিশোর।

রিট আবেদনে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল, সিলেকশন বাতিল এবং ভর্তি আবেদন যোগ্যতায় পূর্বের জিপিএ বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়।

এর আগে ৩ দফা দাবিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। তারা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। দীর্ঘ আন্দোলনের পরও শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় এ রিট আবেদন দাখিল করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English