সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

২৩ দিনেও মেলেনি সাগরে নিখোঁজ ১৮ জেলের সন্ধান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

গভীর সাগরে মাছ শিকারে গিয়ে ১৮ জেলেসহ একটি মাছধরা ট্রলার নিখোঁজ হয়েছে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় এফবি আল-হাসান নামের ওই মাছধরা ট্রলারটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুর আড়ৎ ঘাট থেকে গভীর সমুদ্রে য়ায়। এরপর থেকে ট্রলারের কোন জেলের সাথে ট্রলার মালিক কিংবা স্বজনদের যোগাযোগ হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা।

নিখোঁজ জেলেরা হচ্ছে ট্রলার মাঝি মো.নজরুল ইসলাম, আল-আমিন, শাকিল, শামিম, তোফাজ্জেল হোসেন ফকির, রমজান তালুকদার, শাহ আলম, আ.আজিজ,খলিল, হোচেন হাফিজুল্লাহ, কাশেম, ইউসুফ, বাবুল, আবুল কাশেম,কবির হোসেন,বাবলু ও শ্রী জগানাত।

দীর্ঘ ২৩ দিন ধরে নিখোঁজ এসব জেলেদের কোন সন্ধান না মেলায় স্বজনদের কান্নায় উপকূলের বাতাস ভারী হয়ে যাচ্ছে। নিখোঁজ জেলেদের বাড়ি কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে মুসুল্লীয়াবাদ গ্রামেসহ বরগুনা জেলার তালতলী উপজেলার ছোট বগি ও লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বিভিন্ন এলাকার বলে জানা গেছে।
নিখোঁজ ট্রলারের নজরুল মাঝির ছেলে মো. নাছির জানান, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পার্শ্ববর্তী দেশ ভারত বা মায়ানমার ভেসে যেতে পারে অথবা ডাকাতদের কবলে পড়েছে কিনা এটি তারা নিশ্চিত নয়।

কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, নিখোঁজ জেলেদের অনুসন্ধান অব্যাহত রেখে কোস্টগার্ড ও নৌবাহিনীকে বিষয়টি অবহিত করেছি। এছাড়াও দেশের সম্ভাব্য বিভিন্ন এলাকায় খোঁজ খবর নেয়া হয়েছে।

মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, নিখোঁজ জেলেদের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রয়োজনীয় খোঁজখবর ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English