আগামী ৩১ জুলাই পর্যন্ত বিলম্ব মাশুল ছাড়াই শুধুমাত্র আবাসিক গ্রাহকরা বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এই মর্মে আদেশ জারি করেছে। গত বৃহস্পতিবার বিইআরসির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়।
বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল জানিয়েছেন, গত মার্চ এপ্রিল মাসের বিলম্ব মাশুল আমরা মওকুফ করেছিলাম।এরপর গ্রাহকদের ভোগান্তি কমাতে এই সময় ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেয় মন্ত্রণালয়। এবার জুন মাসের বিল পরিশোধের ক্ষেত্রেও গ্রাহকদের এই সুবিধা দেয়া হবে।গ্রাহকরা ৩১ জুলাই এর মধ্যে জরিমানা ছাড়াই সব বিল পরিশোধ করতে পারবেন। গ্রাহকদের সুবিধার দিকটি বিবেচনা করেই এবারও বিলম্ব মাশুল মকুব করা হলো।ডিয়ার সির এই সিদ্ধান্তের বিষয়টি খুব শীঘ্রই প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।