সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

৩৬ থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতের ৩২৬

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

বক্সিং ডে টেস্টে প্রবল দাপটে ঘুরে দাঁড়িয়েছে ভারত। অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের লজ্জার রেকর্ড পাশ কাটিয়ে মেলবোর্নে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩২৬ রান সংগ্রহ করেছে সফরকারী ভারত।

আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে গুটিয়ে দেয় রাহানে শিবির। রোববার দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৭৭ রান। ১০৪ রানে অধিনায়ক অজিঙ্কা রাহানে ও ৪০ রানে জাদেজা ছিলেন অপরাজিত।

সেখান থেকে সোমবার ম্যাচের তৃতীয় দিনে ভারত যোগ করতে পেরেছে ৪৯ রান। ব্যক্তিগত ১১২ রানের মাথায় রান আউট হয়ে যান রাহানে। ২২৩ বলের ইনিংসে তিনি হাকিয়েছেন মাত্র ১২টি চার। কী ধৈর্য নিয়েই তিনি খেলেছেন।

আগের দিন ৪০ রানে অপরাজিত থাকা জাদেজা অবশ্য ফিফটি করেই মাঠ ছেড়েছেন। তিনিও আসল টেস্ট ক্রিকেটটাই খেলার চেষ্টা করেছেন। ১৫৯ বলে ৫৭ রান করে তিনি ফেরেন সাজঘরে স্টার্কের বলে কামিন্সের হাতে ক্যাচ দিয়ে।

রবি চন্দ্র অশ্বিন ১৪, উমেশ যাদব ৯ রান করেন। বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন মিশেল স্টার্ক ও নাথান লিওন। প্যাট কামিন্স দুটি, হ্যাজলউড নেন একটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা অবধি অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৪২ রান। জো বার্নস আউট হয়েছে যাদবের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English