শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

৩৯তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০১৮ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করা ২ হাজার সহকারী সার্জন পদে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য পরীক্ষার এ সূচি ঘোষণা করেছে।

সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল সাড়ে আটটায়।

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ স্বাস্থ্য পরীক্ষা হবে।

২০১৮ সালের ৩ আগস্ট রাজধানীর ৩২টি কেন্দ্রে ৩৯তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ জন চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর এ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গত বছরের ৭ মার্চ মৌখিক পরীক্ষার কার্যক্রম শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে পিএসসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English