মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

৮২ পুলিশ সদস্যের মৃত্যু, সুস্থ সাড়ে ১৮ হাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

চলমান মহামারিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত রোববার পর্যন্ত পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৮ হাজার ৮১১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২ জন। আর চিকিৎসাধীন আছেন ৩১৭ জন।

পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত আইজিপি ৬ জন, উপমহাপরিদর্শক ১০ জন, অতিরিক্ত উপমহাপরিদর্শক ১৯ জন, পুলিশ সুপার ১১২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১৮৭ জন, সহকারী পুলিশ সুপার ২২৮ জন, পরিদর্শক ৯৫৭ জন, উপপরিদর্শক ৩ হাজার ৭ জন, উপসহকারী পরিদর্শক ২ হাজার ৮৩৫ জন, নায়েক ৫৫০ জন, কনস্টেবল ৮ হাজার ৮২৩, অন্যান্য পদের ২ হাজার ৭৭ জন আক্রান্ত হন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিচালিত সংবাদ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে সচেতন করতে গিয়ে এই পুলিশ সদস্যরা আক্রান্ত হন। এর মধ্যে ডিএমপিতে আক্রান্ত হন ৩ হাজার ১৭৮ জন পুলিশ সদস্য। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১১১ জন। মারা গেছেন ২৫ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪২ জন। আক্রান্তদের মধ্যে যুগ্ম কমিশনার ৩ জন, উপপুলিশ কমিশনার ১৬ জন, অতিরিক্ত উপপুলিশ কমিশার ৫০ জন, সহকারী পুলিশ কমিশনার ২৯ জন, পরিদর্শক ১৮০ জন, উপপরিদর্শক ৫৮৮ জন, উপসহকারী পরিদর্শক ৫০৫ জন, নায়েক ১০৭ জন, কনস্টেবল ১ হাজার ৫৫৩ জন ও অন্যান্য ১৪৭ জন।

পুলিশ বলছে, করোনাকালে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মানবিক আচরণ করেছেন। এই আচরণ সব মহলে প্রশংসিত হয়। আক্রান্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়ে সেবা নিশ্চিত করেছে পুলিশ। অনেক আক্রান্ত পরিবারের ঘরে খাবারও পৌঁছে দিয়েছে পুলিশ। সেই সঙ্গে লকডাউনের সময় ঘরে থাকার আহ্বান জানানো, প্রত্যেক থানা এলাকায় রান্না করা খাবার অসহায় মানুষের মধ্যে বিতরণ, মাস্কসহ সুরক্ষাসামগ্রী বিতরণ, রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় জীবাণুনাশক পানি ছিটিয়েছে পুলিশ। লকডাউনের সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার ব্যবস্থাও করেছে তারা। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির জানাজা ও দাফনের ব্যবস্থাও করেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English