শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

৯ জুন থেকে আরো ১৯ জোড়া ট্রেন চালাবে রেলওয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুন, ২০২১
  • ৫৩ জন নিউজটি পড়েছেন
চাঁপাই থেকে ট্রেনে ৫৯২ টাকায় গরু আসছে ঢাকায়

করোনাকালে যাত্রীদের চাহিদা ও সুবিধার কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে আরও ৯ জোড়া আন্তঃনগর ও ১০ জোড়া মেইল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে ২৪ মে থেকে দেশের বিভিন্ন রুটে ৩৭ জোড়া ট্রেন চলছে।

রবিবার (৬ জুন) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। ট্রেনগুলো হলো- ঢাকা-তারাকান্দি চলাচলকারী অগ্নিবীনা এক্সপ্রেস, ঢাকা সিলেট জয়ন্তিকা/উপবন, চট্টগ্রাম-সিলেট পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, ঢাকা-চট্টগ্রাম সোনার বাংলা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি বরেন্দ্র এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি সীমান্ত এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রাম কুড়িগ্রাম এক্সপ্রেস, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-রাজশাহী বাংলাবান্ধা এক্সপ্রেস, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম- ঢাকা চলাচলকারী পঞ্চগড় এক্সপ্রেস।

এছাড়া যে দশটি মেইল ট্রেন চলবে সেগুলো হলো- চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কুমউটার, রাজবাড়ী এক্সপ্রেস, বিরল কমিউটার, বগুড়া কমিউটার এবং কলেজ ট্রেন। এছাড়া সাময়িক বন্ধ থাকা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও ৯ জুন থেকে চলাচল করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English