শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

​উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে আগুন, নিহত ৩

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৫৬ জন নিউজটি পড়েছেন
​উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে আগুন, নিহত ৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কুতুপালং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি দোকান ভস্মীভূত হয়ে ৩ রোহিঙ্গার মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে কুতুপালং বাজারে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।

স্থানীয়রা জানান, কুতুপালং বাজারে রাত ৩ টার দিকে হঠাৎ বকতিয়ার মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে অক্ষম হয়ে তৎমূহর্তেই সিভিল ডিফেন্স উখিয়ার ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইমারজেন্সি রেনপন্স টিমকে খবর দেয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ইমারজেন্সি রেনপন্স টিম স্বেচ্ছাসেবকরা দ্রুত আগুন নিয়ন্ত্রনের কাজ করে। দুই টিমের দুর্দান্ত পরিশ্রমের সমন্বয়ে ভোর সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে প্রায় ৫ টি কাপড়োর দোকান আগুনে ভস্মীভূত হয় এবং দোকানে কর্মরত ৩ জন রোহিঙ্গার মৃত্যু হয়।

সিভিল ডিফেন্স উখিয়ার দায়িত্বরত অফিসার এমদাদুল হক, কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে এসে অগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এইচ,কে রফিক উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইমারজেন্সি রেনপন্স টিম ও আগুন নিয়ন্ত্রণ করেন। দোকানে কর্মরত বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের ফয়েজুল ইসলাম, আনসার উল্লাহ ও আয়াজ উল্লাহর মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English