বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

​ দেড় বছর পর যুক্তরাষ্ট্রের জন্য সীমান্ত খুলল কানাডা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩০ জন নিউজটি পড়েছেন
​ দেড় বছর পর যুক্তরাষ্ট্রের জন্য সীমান্ত খুলল কানাডা

যুক্তরাষ্ট্রের করোনা টীকা নেওয়া নাগরিকদের জন্য কানাডা তাদের স্থল সীমান্ত খুলে দিয়েছে। ২০২০ সালের মার্চের পর প্রতিবেশী দেশের নাগরিকদের জন্য প্রথমবার এই ব্যবস্থা নেওয়া হলো।

এপি জানায়, এই কর্মসূচির আওতায় একাধিক শর্ত মানতে হবে। আবেদন পত্র পূরণসহ সফরকারীদের অবশ্যই কানাডা অনুমোদিত স্বাস্থ্য দপ্তরের কাছে পুরো ভ্যাকসিন নেওয়ার প্রমাণাদি এবং ভ্রমণের ৭২ ঘণ্টা আগে নেওয়া করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল জমা দিতে হবে।

অবশ্য আমেরিকা থেকে কতজন ঢুকতে পারবে এখনো খোলাসা করেনি কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি। তবে একদিনে করোনা পরীক্ষার ফলাফল দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের এমন একটি সংস্থা জানায়, তাদের কাজ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৩ গুণের চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে।

নিউইয়র্ক ও ওয়াশিংটন রাজ্যের বিভিন্ন সীমান্ত ক্রসিং থেকে তোলা ভিডিওতে সোমবার কানাডা প্রবেশের পথে গাড়ির লাইন দেখতে পাওয়া যায়। সীমান্তের উভয় পার্শ্বে চলাচল বৃদ্ধি সেখানকার ব্যবসা-বাণিজ্য প্রসারে সহায়ক হবে বলে তারা মনে করছেন। এ দিকে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের হার বেড়েছে। প্রতিদিন এক লাখের বেশি লোক আক্রান্ত হচ্ছে। অন্যদিকে এ হার কানাডায় হাজারের নিচে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English