বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন
বিশ্বযুদ্ধে ব্যবহৃত ২টি মর্টারসেল উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে বকশীগঞ্জ থানার সামনে মর্টারসেল ২টি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। পুলিশের ডিএমপির ইন্সপেক্টর আজিজুল হক ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে একটি বিশেষজ্ঞদল মর্টারসেল ২টি নিষ্ক্রিয় করেন।
জামালপুরের বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, ৯ মাস পূর্বে বকশীগঞ্জ থানার সূর্যনগর গ্রামে মাটির নিচ থেকে মর্টারসেল ২টি উদ্ধার করা হয়। উদ্ধারের পর মর্টারসেল ২টি বকশীগঞ্জ থানার সংরক্ষনাগারে রাখা হয়। ৯ মাস পর বিশেজ্ঞ টিমের উপস্থিতিতে মঙ্গলবার বিকালে বিস্ফোরণ ঘটিয়ে মর্টারসেল ২টি নিষ্ক্রিয় করা হয়।
বিশেষঞ্জ টিমের ধারণা বিশ্বযুদ্ধের সময় বা ৭১ এর মুক্তিযুদ্ধের সময় যুদ্ধকাজে ব্যবহারের জন্য মর্টারসেল ২টি তৈরি করা হয়ে ছিলো।