বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১১:১২ পূর্বাহ্ন
শহিদ ক্যাপ্টেন শেখ কামাল আমন্ত্রণমূলক অনলাইন দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন চীনের গ্র্যান্ডমাস্টার লি দি। নয় খেলায় তার সংগ্রহ আট পয়েন্ট। রানারআপ ভারতের গ্র্যান্ডমাস্টার অভিমান্যু পৌরনিক।
সাড়ে ছয় পয়েন্ট করে পেয়েছেন পাঁচজন। টাইব্রেকিং পদ্ধতিতে ভারতের গ্র্যান্ডমাস্টার কার্তিক ভেঙ্কাটারামান তৃতীয়, ইরানের গ্র্যান্ডমাস্টার আমিন তাবাতাবেই চতুর্থ, বেলেরুশের গ্র্যান্ডমাস্টার ভাদিশ্লাভ কোভলেভ পঞ্চম, ভারতের গ্র্যান্ডমাস্টার শ্যাম সুন্দর ষষ্ঠ ও ইরানের গ্র্যান্ডমাস্টার মাকসুদলো পারহাম সপ্তম হন।
সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসাবে বাংলাদেশের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিদেশি পুরস্কারপ্রাপ্তদের ভার্চুয়ালি পুরস্কার দেওয়া হয়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এবং সাইফ পাওয়াটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন।