করোনায় আক্রান্ত হন বেলজিয়ামের স্ট্রাইকার মারয়েনে ফেলাইনি। তার মতো চীনের বহু মানুষও আক্রান্ত হন এই মহামারিতে। এরপর চীনের মতো ফেলাইনির শরীরও স্বাভাবিক। ফলে ফের শুরু হওয়া চীনা সুপার লিগে মাঠে নামলেন এই ফরোয়ার্ড।
ফিরেই বাজিমাত তার। ৭ মিনিটের মধ্যে তিন গোল তার। মানে হ্যাটট্রিক। তার এই কৃতিত্বের ওপর ভর করেই গত পরশু লিগে পিছিয়ে পড়েও দালিয়ান প্রোকে ৩-২ গোলে হারিয়েছে শেন ডং লু লেন। ৭৯, ৮৩ ও ৮৬ মিনিটে গোলগুলো আদায় করেন ফেলাইনি।