শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বাংলাদেশি লেখকের গল্পে হলিউডের ছবি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

বড় বাজেটের আরও একটি চলচ্চিত্র তৈরি করছে নেটফ্লিক্স। ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ নামের ছবিটিতে অভিনয় করছেন অস্কারজয়ী দুই তারকা ডেনজেল ওয়াশিংটন ও জুলিয়া রবার্টস। ছবির গল্প নেওয়া হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত লেখক রুমান আলমের উপন্যাস থেকে। চলতি বছরই উপন্যাসটি হরপারক্লিনস পাবলিকেশন ইমপ্রিন্ট থেকে প্রকাশ করা হয়।

এটির নামও ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’। ছবির অন্যতম প্রযোজক হিসেবেও আছেন রুমান। জানা যায়, এর গল্প গড়ে উঠেছে দুটি পরিবার কেন্দ্র করে, যারা একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো স্থানে ছুটি কাটাতে যায়; কিন্তু ভয়ঙ্কর এক ভুলের ফাঁদে পা দিয়ে ফেলে তারা। ছবিটি পরিচালনা করছেন সাইবার সিকিউরিটি থ্রিলার সিরিজ ‘মি. রোবট’-এর নির্মাতা স্যাম এসমাইল।

ডেনজেল-জুলিয়া এর আগে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছেন ‘দ্য পেলিকান ব্রিফ’ ছবিতে। এটি ১৯৯৩ সালে মুক্তি পায়। ফলে প্রায় ২৭ বছর পর একই পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English