শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

নির্বাচনী ট্রাইব্যুনালের কাছে ১৪ নথি চেয়েছেন তাবিথ আউয়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪১ জন নিউজটি পড়েছেন

বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ইভিএমসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনের সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় নথি সরবরাহের আদেশ চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে (ঢাকা যুগ্ম জেলা জজ আদালত-১) আবেদন করেছেন।

তাবিথ আউয়ালের পক্ষে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বুধবার এই আবেদনটি করেন।

এহসানুর রহমান বলেন, ইদুল আজহার ছুটির পরে নির্বাচনী ট্রাইব্যুনালে এর শুনানি হতে পারে। নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নথি সরবরাহের জন্য পাঁচটি চিঠি প্রেরণ ও সংশ্লিষ্ট দফতরের কোনো সাড়া না পাওয়ার অভিযোগে ট্রাইব্যুনালে এই আবেদন করেন তাবিথ আউয়াল। আবেদনে তাবিথ নির্বাচনের সঙ্গে সম্পর্কিত ১৪টি সুনির্দিষ্ট নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছেন। এর মধ্যে রয়েছে ইভিএম সম্পর্কিত সব রেকর্ড, সিল, সব পোলিং কার্ড, অডিট কার্ড এবং এসডি কার্ডের সঙ্গে রেকর্ডিং, লগ বই, নির্বাচন কমিশনের সব কর্মকর্তা এবং বিভিন্ন দায়িত্বে নিযুক্তদের তালিকা।

আইনজীবীর এহসানুর বলেন, সিটি নির্বাচনের পরে তাবিথ আউয়াল ফলাফল বাতিল করার জন্য ট্রাইব্যুনালে একটি আবেদন করেছিলেন। পরে আদালত সংশ্লিষ্টদের তলব করেন। এদিকে, তাবিথ বারবার নথিগুলো পেতে ব্যর্থ হচ্ছিলেন। মহামারীর কারণে ট্রাইব্যুনালও ওই আবেদনের শুনানি করতে পারেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English