শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

লাদাখ নিয়ন্ত্রণরেখা থেকে সৈন্য সরায়নি চীন : অভিযোগ ভারতের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৩২ জন নিউজটি পড়েছেন

লাদাখ সীমান্তে ভারত-চীন উত্তেজনা কমানোর লক্ষ্যে দুই দেশের পক্ষ থেকেই সহমত হয়ে বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পুরোপুরি সেনা সরায়নি চীন। যদিও বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, দুই দেশের পক্ষ থেকেই নিজেদের সেনাবাহিনীকে গালওয়ান উপত্যকা, হট স্প্রিংস এবং কনকা পাস ও পাংগং হ্রদ এই তিনটি জায়গা থেকে পুরোপুরি সরিয়ে নেয়া হয়েছে।

তবে চীনের দাবির সাথে একমত পোষণ করেননি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি এপ্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন, সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে দুই দেশই সম্মতি দিলেও এখনো পুরোপুরি সেনা প্রত্যাহারের কাজ শেষ হয়নি। চীন এখনো তাদের সব সেনা সরায়নি বলেই অভিযোগ করেন তিনি।

ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে কথা বলার সময় অনুরাগ শ্রীবাস্তব আবারো দু’দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক আলোচনার কথা স্মরণ করিয়ে দিয়ে একথাও মনে করিয়ে দেন যে, সীমান্তে শান্তি বজায় রাখার উপরই নির্ভর করছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি।

অথচ দু’দিন আগেই চীনের পক্ষ থেকে দাবি করা হয় যে, সীমান্তের বেশিরভাগ জায়গায় বিতর্কিত অংশ থেকে দুই দেশের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কাজ শেষ হয়েছে। স্থলভাগে পরিস্থিতি ক্রমশই স্বাভাবিক হচ্ছে।

এপ্রসঙ্গে অনুরাগ শ্রীবাস্তব বলেন, প্রয়োজনে দুই দেশের সেনাবাহিনীর সামরিক কর্তারা খুব তাড়াতাড়ি আরো একবার বৈঠক করবেন এবং সেনা সরানোর বিষয়টি সম্পন্ন করার জন্য কী পদক্ষেপ নেয়া হচ্ছে এবং হবে তা নিয়েও আলোচনা করবেন। তিনি এও বলেন, ‘আমরা ইতিমধ্যেই বারবার উল্লেখ করেছি, সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখাই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি।’

তিনি বলেন, ‘সুতরাং আমরা আশা করবো যে, আমাদের বিশেষ প্রতিনিধিদের সাথে বৈঠকে সেনা সরানোর বিষয়ে একমত হওয়ার পর খুব তাড়াতাড়ি সীমান্ত এলাকা থেকে চীন তাদের সেনাবাহিনী পুরোপুরি পিছনে সরিয়ে নেবে। সীমান্তের উত্তেজনা হ্রাস এবং সম্পূর্ণ শান্তি ফিরিয়ে আনার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে হাতে হাত মিলিয়ে গুরুত্ব সহকারে কাজ করবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English