শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সুশান্তের ময়নাতদন্তের ভিডিও ফাঁস, শোনা গেল চাঞ্চল্যকর কথোপকথন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৪০ জন নিউজটি পড়েছেন

মৃত্যুর পর দেড় মাস পেরিয়ে গেলেও বলিউডের প্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতকে নিয়ে ভারতে এখনও ঝড় চলছে। তার মৃত্যু রহস্য নিয়ে এখনও খবরের শিরোনাম হচ্ছে।

এ নিয়ে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। সেই তদন্তে বলিউডের নামিদামি তারকাদের জেরায় নানা তথ্য উঠে আসছে।

এরইমধ্যে নেটদুনিয়ায় ফাঁস হলো সুশান্তের ময়নাতদন্তের সময়কার একটি ভিডিও। যা এখন ভারতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দুই ব্যক্তির চাঞ্চল্যকর কথোপকথন শুনতে পাওয়া গেছে। তাতে শোনা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, আশা করি এই ভিডিওটা লিক হবে না। তাতে আমাদের তদন্ত একেবারেই শেষ হয়ে যাবে।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, ময়নাতদন্তের ভিডিওটি সুশান্তের হলেও এতে শুনতে পাওয়া কথাগুলো আদৌ আসল নাকি আলাদা করে ডাব করে কথাগুলো বসানো হয়েছে। এ বিষয়ে সন্দেহ থেকে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ এ বিষয়ে গণমাধ্যমে মুখ খোলেননি।

ভারতের গণমাধ্যমগুলো ভিডিওর কথোপকথনের সত্যতা না দিতে পারলেও ইতিমধ্যে নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা বিভিন্ন মন্তব্যে মেতেছেন।

অনেকেই লিখেছেন, এই ভিডিওটি অনেককিছু বুঝিয়ে দিচ্ছে। মহারাষ্ট্র পুলিশ অনেক তথ্য, বড় বড় নাম চাপা দেয়ার চেষ্টা করছে।

সুশান্তভক্তদের মধ্যে অনেকের দাবি, ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে, ঠাণ্ডা মাথায় সুশান্তকে খুন করা হয়েছে।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে বিহার পুলিসের কাছে এফআইআর দায়ের করেছেন তার বাবা কেকে সিং। সেখানে সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীসহ তার পরিবারের ৫জন সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। সুশান্তের আত্মহত্যার ঘটনায় রিয়া প্ররোচনা দিয়েছেন অভিযোগে অন্তত ১০টি কারণ দেখানো হয়েছে সেই এফআইআরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English