শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

তিন মাসে ৩১ লাখ গাছ লাগাবে যুবলীগ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

আগামী তিন মাসের মধ্যে ৩১ লাখ গাছ লাগাবে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ।

রোববার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী ওয়াপদা কলোনী মাঠে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমন তথ্য জানান যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

তিনি বলেন, দূষণমুক্ত সুস্থ পরিবেশ গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই। এজন্যই বিষয়টি গুরুত্ব দিয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেত্রীর নির্দেশনা মোতাবেক সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে যুবলীগ। তিন মাসের মধ্যে ৩১ লাখ গাছ লাগাবে যুবলীগ, ইতোমধ্যে সে লক্ষ্য পূরণের পথে রয়েছি আমরা।

এর আগে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগ সাধারণ সম্পাদক। এ সময় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয় ঢাকা মহানগর, থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল বলেন, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে যুবলীগ বদ্ধপরিকর। নেত্রীর নির্দেশনা মোতাবেক যুবলীগের প্রতিটি কর্মী ৩টি করে গাছ লাগাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English