শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

পাকিস্তানে তিন দিনের বৃষ্টিতে নিহত ৬৪, নিখোঁজ অসংখ্য

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

টানা তিন দিনের ভারি বর্ষণে নাকাল পাকিস্তান। মাত্র তিন দিনের বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় দেশটিতে মারা গেছেন কমপক্ষে ৬৪ জন। পাকিস্তানে এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। আল জাজিরার খবরে আরও বলা হয়, পাকিস্তানে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বসতবাড়ি।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ জানিয়েছে, সব থেকে ভয়াবহ অবস্থা দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের। সেখানে বন্যায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সিন্ধু ও পাঞ্জাবেও বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। বন্যা পরিস্থিতি সামাল দিতে নেমেছে পাক সেনাবাহিনী। খবরে বলা হয়, পাক সেনারা বিভিন্ন অঞ্চল থেকে পানিবন্দী মানুষদের উদ্ধারে কাজ করছেন।

বেলুচিস্তান প্রদেশের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের মুখপাত্র ইউনুস আজিজ জানিয়েছেন, শুধু ওই প্রদেশেই এক ডজনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। সেখানে ব্রিজ ও হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোয়াদার বন্দর বিচ্ছিন্ন হয়ে গেছে।

আল জাজিরা বলছে, বৃষ্টি হলেই প্রতি বছর পাকিস্তানের প্রধান শহরগুলো এ ধরণের জলাবদ্ধতা ও বন্যার মুখে পরে। এ জন্য দেশটির অব্যবস্থাপনা ও দুর্বল পরিকল্পনাকে দায়ী করা হয়। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে প্রতি বছরই বন্যায় ফসল ও অবকাঠামোগত ক্ষতির মুখে পরে দেশটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English